প্রেমের টানে নেপালের নারী টাঙ্গাইলে - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, February 15, 2020

প্রেমের টানে নেপালের নারী টাঙ্গাইলে


টাঙ্গাইল প্রতিনিধি: প্রেমের টানে নেপাল থেকে এবার টাঙ্গাইলের সখীপুরে এসেছেন সানজু কুমারী খাত্রী (২০) নামের এক তরুণী। তিনি উপজেলার কাকাড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে প্রবাসী নাজমুল হোসেনের বাড়িতে এসেছেন।
সানজু কুমারী খাত্রী (২০) নামের ওই তরুণী প্রায় চার বছর ধরে মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার সময় একে অপরের সঙ্গে চেনা-জানা ও প্রেমের সম্পর্ক হয়। বাংলাদেশে আসার পর তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নেপালি তরুণী গত ১৫ দিন আগে তার দেশ থেকে নাজমুলের সঙ্গেই বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে ওই পরিবার। এ সংবাদ শুনে তাদের দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে অনেক মানুষ।
জানা যায়, বাঙালি নারীর মতো স্বাভাবিক কাজকর্ম করছেন ওই নেপালি নারী। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সানজু কুমারী খাত্রী থেকে তার নাম রাখা হয়েছে খাদিজা। তিনি বাঙালি আচার-আচরণ ও পোশাক-পরিচ্ছেদ পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যা আছে। তিনি বাংলা ভাষা বোঝেন কিন্তু বলতে কিছুটা সমস্যা হয় বলে জানান নাজমুল। নেপালি আদালতে তাদের বিয়ে হয়েছে। তারপর টাঙ্গাইল আদালতের মাধ্যমে কোর্ট ম্যারেজ করেন এবং স্থানীয় এক নিকাহ রেজিস্ট্রার দিয়ে বিয়ে সম্পূর্ণ করা হয়েছে। নেপালের কাঠমান্ডু শহরেই মেয়েটির বাড়ি, সেখান থেকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে নাজমুলের হাত ধরে বাংলাদেশে আসেন।
সাংবাদিকদের প্রশ্নে খাদিজা আক্তারের নেপালি ভাষার অনুবাদ করে নাজমুল বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। নাজমুলকে অনেক ভালোবাসি। আমি আর নেপালে ফিরে যাব না।’
নাজমুল বলেন, ‘একটি হিন্দু মেয়ে আমাকে ভালোবেসে মুসলমান হয়ে বিয়ে করেছে এবং দেশত্যাগ করে বাংলাদেশে এসেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’
নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘ছেলের বউ দেখে আমরা খুব খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages