কোটচাঁদপুর প্রতিনিধি: আজ সোমবার সকাল ১০ টার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করলেন পুলিশের আই জি পি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে। ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে এ সাইবার ক্রাইম। শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বে সাইবার ক্রাইম সব থেকে আলোচিত ক্রাইম। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইবার ক্রাইম রোধে জনবল বৃদ্ধির। সেই সাথে ইক্যুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। পুলিশের জনবল বৃদ্ধির ব্যাপারে আমাদের আশপাশের দেশগুলোতে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা বেশি। কিন্তু বাংলাদেশে প্রায় সাড়ে ৮’শ লোকের জন্য একজন পুলিশ। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জনবল বৃদ্ধির জন্য। প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি। নিশ্চয় এটি বিবেচনা করে জনবল বৃদ্ধির চেষ্টা করবেন। নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে তিনি কোটচাঁদপুর অফিসার ইনচার্জ মাহাবুবুল আলমের কাছে একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন। এর আগে থানা চত্বরে একটা নারিকেল গাছ রোপন করেন ও নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন। এসময় উপস্থিত ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এখানে আর উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Monday, March 9, 2020

কোটচাঁদপুরে মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আই জি পি
Tags
# সারাদেশে
Share This

About my blogg
সারাদেশে
Labels:
সারাদেশে
Post Bottom Ad
Responsive Ads Here