অনলাইন ডেস্ক : গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, সুপর্ণকান্তির সুরে এবং মান্না দে'র কন্ঠে গাওয়া দুই বাংলার জনপ্রিয় কালজয়ী গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। এই জনপ্রিয় গানের কিংবদন্তি মঈদুল অসুস্থ। গানের একটি লাইনে, নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে আজ তারা নেই কোনো খবরে। মঈদুল, পুরো নাম- নূর আহমেদ মঈদুল। জন্মগ্রহন করেন ১৯৩৬ সালের ১৩ই জানুয়ারী পশ্চিমবঙ্গের ২৪ পরগনায়। পরবর্তী বয়সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় রমা রায়, অমল, নিখিলেশ, সুজাতাদের সঙ্গে। তিনি ১৯৬৪ সালে পরিবারসহ হিন্দু _ মুসলিম দাঙ্গার সময় ঢাকায় চলে আসেন। সেই থেকেই ঢাকাতেই আছেন মঈদুল।
ঢাকাতে পত্রিকার রিপোর্টার ছিলেন। সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বানী আর দৈনিক পূর্বদেশে। ক্রীড়াঙ্গণ, সিনেমা আর নাট্টমঞ্চেও ছিল তাঁর উপস্থিতি।
তিনি মস্তিষ্কে রক্তক্ষরন জনিত কারনে এখন হাসপাতালে... বন্ধুত্বের ইতিহাস গড়া, কালজয়ী গানের জীবন্ত কিংবদন্তী মঈদুল। আসুন আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি,আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন,আমিন (সংগৃহীত)