নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার অর্ন্তরগত ধামসোনা ইউনিয়নের ভাদাইলে অবস্থিত খাজা গরিবে নেওয়াজ প্রিপাইরেটরি স্কুল বরাবরের মতো এবারো এসএসসি পরিক্ষায় শত ভাগ পাশ নিশ্চিত করেছে।
আজ সারাদেশে এসএসসি পরিক্ষায় প্রকাশিত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেন খাজা গরিবে নেওয়াজ প্রিপারেটরি হাইস্কুলের পরিচালক বিশ্বনাথ বিশ্বাস।
এ সময় তিনি জানান, এবার আমাদের স্কুল থেকে বিজ্ঞানে ৩২ জন এবং হিসাব বিজ্ঞানে ৩৩ জন সহ মোট ৬৫জন ছাত্র-ছাত্রী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভাল ফলাফলের ভিত্তিতে সবাই পাশ করেছে।
তিনি আরো আমাদের ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যাবস আর শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় এমন ভাল ফালাফল সম্ভব হয়েছে।