আজ ৯মে করোনায় আক্রান্ত ৬৩৬,মৃত্যু ৮ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, May 10, 2020

আজ ৯মে করোনায় আক্রান্ত ৬৩৬,মৃত্যু ৮

ফাইল ছবি
আমার দেশের সংবাদ (অনলাইন ডেস্ক) :বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪ জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ৮ জনের মধ্যে সবাই পুরুষ।
এর আগে দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জন। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩১৩জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages