ছেলের দায়ের কেপে বাবার মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, January 28, 2020

ছেলের দায়ের কেপে বাবার মৃত্যু


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪২)। ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলে রাসেল রানার (২২) বিরুদ্ধে।
সাইফুলের স্ত্রী জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সামান্য কারণে রেগে গিয়ে যে কাউকে মারধর করত। ভোর রাতের কোনো একসময় সে তার বাবাকে কুপিয়ে হত্যা করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, রাসেল মাদকাসক্ত বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে সে পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages